মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। বিপুল মাংস, কঠিন বর্ম, প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, প্রশ্রয়ের পরিমাণ যত
আসসালামু আলাইকুম প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য আদর্শ হয় কিনা আমার জানা নাই। তবে আমার বাবা আমার জন্য আদর্শ। আমার বাবা (মরহুম লুৎফর রহমান মাস্টার), আটিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। আমি আমার বাবার আদর্শে আমার জীবন গঠন করার চেষ্টা করে যাচ্ছি। তাই উনার স্মৃতি ও নাম বাঁচিয়ে রাখার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান মাষ্টার কিন্ডার গার্টেন ও নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। আমাদের প্রতিষ্ঠানটি নিরিবিলি পরিবেশে অবস্থিত। ছাত্র-ছাত্রীদের বিনোদনের সু-ব্যবস্থা করা হয়েছে। এবং ছিলিমপুরে আমরাই প্রথম ডে-কেয়ার চালু করেছি। ছিলিমপুর এরিয়া সকল গ্রামবাসীর সহযোগীতায় আগামিতে আরও ভাল কিছু করতে চাই। সকলেই মাষ্টার কিন্ডার গার্টেন ও নূরানী মাদ্রাসা এর জন্য দোয়া করবেন। মোঃ শফিকুল ইসলাম (শফিক) পরিচালক ও প্রতিষ্ঠাতা মাষ্টার কিন্ডার গার্টেন ও নূরানী মাদ্রাসা ছিলিমপুর। ... আরও পড়ুন